আলোর দিশারী
-শান্তি দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
হে আলোর দিশারী এসো তবো মোর ঘরে,
আলোকিত করো মোর জীবন যুদ্ধের পরে।
আলোর শিক্ষা দাও দুঃখ কষ্ট নাও এই মোর আবেদন,
এসো আলো ঘুচিয়ে দাও জীবনের কালো এই নিবেদন।
মনে দাও স্নিগ্ধতা সব ব্যথা বেদনা ভুলিয়ে নব সূর্যোদয়,
জীবনের জরা জীর্ণতা সাজিয়ে দাও আলো,আলোর দিশারী হয়ে।
কতকাল নীরব হয়ে রবে কবে জাগবে নতুন আলো,
আলো দিয়ে সাজিয়ে দাও এই ধরা রেখো না করে কালো।
পৃথিবীতে দুঃখের মানুষের মনে কেন সুখ পায়না,
প্রকৃতি চলছে কেঁদে মন কাঁদে মোদের কত বায়না।
সেজে উঠো এই পৃথিবীর বুকে ঘুমিয়ে থেকো না আর,
তুমি তো আলোর দিশারী থামাতে পারবে না কেউ বারবার।
যে পথ ধরে হেঁটে চলেছি সবাই চলার পথের স্বজন,
তোমার আলোর শিক্ষায় মোরা সবাই করি ভজন।
শিক্ষার আলো জাগ্রত হোক নিতে হবে পথ খুঁজে,
দেখবে আঁধার কেটে জ্বলবে দীপ উজ্জ্বলতায় গড়বে নিজে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
শান্তি দাস, শিক্ষা বিজ্ঞান স( এম এ), কল্যানী বিশ্ববিদ্যালয়, বাড়ি- খোয়াই, জাম্বুরা, আগরতলা ত্রিপুরা লিখতে ভালোবাসি তাই এই সাহিত্য জগতে সবার সাথে থাকতে চায়।