তবুও অপেক্ষায়
-ডাঃ মোজাম্মেল হক
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
ময়নার স্বামী বিয়ের পরপরই ময়নাকে রেখে
চলে যায় বিদেশে।
আট বছরেও আসলো না আর সে।
‘মন আর শরীর একজন পুরুষকে চায়’-
ময়নার এ চাহিদা কেউ চেষ্টা করে না বুঝার।
লোকমুখে শুনা যায়,
ময়নার স্বামী আরেকটি বিয়ে করেছে- বিদেশে।
তবুও স্বামীর অপেক্ষায় কাটছে ময়নার প্রহর।
দিন ফুরিয়ে ময়নার হাজারো বিকেল সন্ধে হচ্ছে,
হাজারো সন্ধে রাতশেষে সকালে গড়াচ্ছে।
ময়না আজও তার সাত বছরের মেয়েটি নিয়ে
স্বামীর একান্নবর্তী সংসারে পড়ে রয়েছে।
অচল শশুরের সেবাযত্ন,ধানক্ষেতের দেখাশুনা,
গাভীকে খাওয়ানো,মুরগী পালন,রান্নাবান্না,
মেয়ের পড়াশুনা-সব একা হাতে সামলায় ময়না।
আর তার কুলাঙ্গার স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে
বিদেশে নেচে গেয়ে দিন কাটাচ্ছে।
এদিকে ময়না-
অশ্রুসিক্ত নয়ন আঁচলে লুকিয়ে অন্তহীন ভাবনায়,
আজও স্বামীর অপেক্ষায়,,
কিন্তু মেয়েটি যে শুধু জন্মদাতা বাবাকে দেখতে চায়,,
কতোদিন লুকোচুরি খেলা যায়!!
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
ডাঃ মোজাম্মেল হক ১৯৯৫ সালের ৪ নভেম্বর, কিশোরগঞ্জ জেলায়( বাংলাদেশ ) জন্মগ্রহণ করেন। এস.এস.সি পর্যন্ত নিজ জেলাতেই শেষ করে এইচএসসি পড়েন ঢাকা মাইলস্টোন কলেজে। এরপর এমবিবিএস শেষ করেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ হতে।বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। নবম শ্রেণীতে পড়াকালীন কবিতা লেখা শুরু করেন।দুই বছর লেখালেখির পর প্রায় ছয় বছর লেখালেখি হতে দূরে থেকে ইন্টার্নীর সময় হতে নিজ স্ত্রীর অনুপ্রেরণায় আবারো লেখালেখি শুরু করেন। তিনি কবিতা,গল্প লেখেন নিয়মিত।