হৃদয়ের রাজমহল

-পপি প্রামানিক

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

হঠাৎ মেঘের ভেলায় সন্ধ্যে নেমে আসে;

সোহাগী চায়ের পেয়ালায় চুমুক দিয়ে দূর করতে

ইচ্ছে করে জীবনের সকল অবসাদ!

ক্লান্তিহীন ঝিঁঝিঁ পোকা এক নাগাড়ে

বিরতিহীন ডেকে চলে —-

আলো জ্বালিয়ে দেয় জোনাকি,

খন্ড খন্ড মেঘ চাঁদের সাথে খেলা করে!

মাঝে মাঝেই আলোকের ঝর্ণা ধারা বইছে!

সময়ের হাত ঘড়িতে এগিয়ে চলে রাত।

আমার ঐকান্তিক চাওয়ায় অনিরুদ্ধ ইচ্ছেরা

ফুল হয়ে ফুটতে চায়—–

যদি জ্যোৎস্নার আলো ছুঁয়ে যায় চোখের পাতা,

বকুলের মিষ্টি ঘ্রাণ ছুঁয়ে যায় হৃদয়,

ঝড়ো হাওয়া জাগিয়ে দেয় মন,

তবে সে আঙিনায় ফুটে উঠবে ভালোবাসার

একটি তাজা গোলাপ!!!

সেই গোলাপের সুবাসে মাতাল ঘুমে ঢলে পড়বে

জীবনের অভিমানী সকল স্বপ্ন।

সেই স্বপ্ন হয়তো হারিয়ে যাবে দূর থেকে ভেসে আসা

বাউলের সুরের একতারায়।

এমন মোহনীয় মুহূর্তে ঐশ্বরিক প্রেমের আবেশে

পূর্ণতা পাবে হৃদয়ের রাজমহল।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতঃ

আমি পপি প্রামানিক, সহকারী শিক্ষক, স্বামী, দুই রাজকন্যা এবং শ্বাশুড়িমাকে নিয়ে আমার ছোট্ট সুখের সংসার। বই পড়া এবং আবৃত্তি শোনা শখের কাজ। কিন্তু সময়ের অভাবে ঠিক হয়ে ওঠে না। শখের বশেই অনলাইনে একটু মনের কথা সাজিয়ে লিখতে চেষ্টা করি।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*