নির্জন নিলয়ে
-মোঃ হাসানুজ্জামান
«»«»«»«»«»«»«»«»«»«»
আমার মনের আকাশ মেঘাচ্ছন্ন
বিরহ বেদনা নিয়ে
কতো জ্বালা সইবো আমি
আমার হৃদয় মাঝে।
যত ব্যাথা তুমি দিয়েছ মোরে
সবই তো ভুলে যায়
মিষ্টি হেসে বলো যখন
ভালোবাসি আমি তোমায়।
তোমার দেয়া ক্ষত গুলি
ধারণ করি বুকে
আর কতদিন কাটাবো প্রহর
একাকী নিরবে নিভৃতে।
আমার দেয়া অনুরাগ তুমি
রাগ ভেবে নিয়ে
আমায় কেন দিচ্ছ তুমি
দুঃখের সাগরে ঠেলে।
তোমার দেয়া আঘাত গুলো
সুখ ভেবে নবো
পাল্টা আঘাত না পাও যেন
সেই কামনাই করবো।
আমায় নিয়ে করবে তুমি
এতো ছলনা
জানলে আগে তোমায় কভু
মন দিতাম না।
তোমার রূপের জাল বিছিয়ে
ফাঁদ পেতেছ নিজে
সেই ফাঁদে পড়ে এখন
কাঁদছি দিনে রাতে।
নিরব নয়নের অশ্রু ঝরা
থাকুক চোখের কোনে
তাই তো আমি থাকি একাকী
নির্জন নিলয়ে বসে।
«»«»«»«»«»«»«»«»«»«»
কবি পরিচিতিঃ
মোঃ হাসানুজ্জামান, রাধাকান্ত পুর,বেরিলা বাড়ি,লালপুর নাটোর। প্রভাষক(ভূগোল ও পরিবেশ)