বরষা এলো
-অনিল কুমার পাল
≅≅≅≅≅≅≅≅≅≅≅
গাছে গাছে কদম ফুলে গেছে ভরে বরষা এলো
সারা আকাশ জুড়ে মেঘের বারিধারায় সবকিছু হয় এলোমেলো।
কৃষক করছে চাষ লাঙ্গল-জোয়াল নিয়ে,
কেউবা আছে ব্যস্ত সময় ধান রোপনে।
দেশি যন্ত্র ধরছে’ মাছ নতুন জলে,
গান ধরে মনের সুখে ভাটিয়ালি সুরে।
একবেলা কাজের ছেড়ে সবে ফেরে বাড়িঘরে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে টিনের চালায়।
ব্যাঙ ডাকে মনের সুখে খালে-ডোবায়,
বর্ষাশেষে ধানের ক্ষেতে মৃদুমন্দ দোল দিয়ে যায় মনে।
ধান কেটে গোলা ভরে আনন্দেতে আত্মহারা হয় প্রাণে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
অনিল কুমার পাল পিতা মৃত দ্বিজ পদ পাল মাতা মৃত রেণুবালা পাল। তিনি বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে 1966 সালের 10 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এখন একটি বিশেষায়িত ব্যাংকের অডিটর হিসাবে কর্মরত আছেন। লেখালেখি শুরু পহেলা নভেম্বর 2021।