আমার স্বাধীন ভারতভূমি

-প্রদীপ কুমার মাইতি

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

স্বাধীনতা তোমার জন্ম দেখিনি,

জন্মাইনি আমি দেখিনি আলো আমার মাতৃভূমি।

জন্ম নিয়েছে গান্ধী, নেতাজী, মাস্টারদা

বিনয়, বাদল, দিনেশ,প্রফুল্ল,ক্ষুদিরাম,তাদের আত্মবলিদান,

দাসত্বের শৃঙ্খল হতে মাতৃভূমি ফিরে পেতে

শহীদ হয়েছে শতসহস্র প্রাণ।

আরো কত আপোশ হীন সংগ্রামী,

তাঁদের আত্মত্যাগে এদেশের মাটি হয়েছে স্বাধীন ভূমি।

সে আমার জন্মভূমি আমার স্বাধীন ভারতভূমি।

নারীদের ও স্বপ্ন ছিল দেশের স্বাধীনতা,

মাতঙ্গিনী, প্রীতিলতা,লক্ষী সেহেগল

মুক্তিযুদ্ধে এদের অবদান হৃদয়ে থাকবে গাঁথা।

কত মায়ের কোল শুন্য হয়েছে জায়ার শূন্য সিঁথি,

কত সম্ভ্রম হয়েছে হরণ পায়নি তবু্ও ভীতি।

শোকাতুর মা আজও কাঁদে জায়ার মলিন বেশ,

অশ্রুজলে হাসিমুখে বলে আমার স্বাধীন দেশ।

সে আমার জন্মভূমি আমার স্বাধীন ভারতভূমি

যে দেশের মাটিতে হিন্দু-মুসলিম জৈন-খৃষ্টান,শিখ-পাঞ্জাবী ভেদাভেদ ভুলি

আছে যত জাতি রেখে গেছে অবদান,

স্বাধীনতা তরে কত-শত প্রাণ দিয়ে গেছে বলিদান।

তবু ও পিছু হটেনি!শহীদ রক্তে শপথ নিয়ে পরাধীনতার শৃঙ্খল ছিড়ে স্বাধীনতা এনেছে ছিনি।

সে আমার জন্মভূমি,আমার স্বাধীন ভারতভূমি।

যেখানে দিনের শেষে সন্ধ্যা প্রদীপ শঙ্খ ধ্বনিতে

সন্ধ্যার হয় আগমন।

ফজরের নামাজে রাত ভোর হয়,

আজানের ধ্বনিতে ঘুম ভাঙে জেগে ওঠে মনপ্রাণ।

সে আমার জন্মভূমি আমার স্বাধীন ভারতভূমি।

জন্মেছি আমি স্বাধীন দেশে ধন্য আমি ধন্য,

থাকবে হৃদয়ে অমর শহীদ স্বাধীন ভূমির জন্য।

সে আমার জন্মভূমি, আমার স্বাধীন ভারতভূমি।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী থানর গ্রাম কামদেবনগর পোস্ট কলাগেছিয়া এর বাসিন্দা। একটা সময়ে কবিতা লিখতাম। কবিতাকে ভালো বাসতাম। বিভিন্ন ঘাত প্রতিঘাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। অভাবের তাড়নায় কলেজের গন্ডিও পেরোতে পারিনি। প্রচণ্ড দারিদ্র্যতার মধ্যে উচ্চমাধ্যমিক পাস করেছি।আজ জীবন অবসরে অতীত অভ্যাসকে সঙ্গী করে আবার লেখা শুরু করেছি। মনের মাঝে লুকিয়ে রাখা কষ্ট দুঃখ কান্না ব্যাথা গাঁথা স্মৃতিময় কথা গুলোকে নিজের মত করে লিখি মাত্র।হয়তো আমার লেখাতে কোন গভীরতা নেই,ঝর্নার মতকোন গতিও নেই,নেই কোন ছন্দমিল অন্তমিল। তবুও আজ লিখতে বড় ভালোলাগে। অনলাইন পত্রপত্রিকায় টুকটাক লেখালেখি করি।শোষনহীন সমাজের স্বপ্ন দেখি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*