সফলতা তোমার
-আবুল হাসমত আলী
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আমার জানা ছিল না,
কারণ আমি ছিলাম অনভিজ্ঞ;
তোমাকে সত্যি না পাওয়া,
মোর জীবনকে করে তোলে যে তিক্ত।
সহ্য করতে করতে আমি
এখন যন্ত্রণায় অস্থির, দগ্ধ;
তবু না পাওয়ার ব্যথা,
মোর জীবনকে করেছে যে সম্মৃদ্ধ।
তোমার হৃদয় লাভে
ব্যর্থ, তবু সপি কায় মন মোর;
তোমারে কল্পনা করে
সৃজিতে চাই আমি সোনালী ভোর।
তোমার ঘৃণা আমাকে
এনে দিয়েছে অসাধারণ প্রেরণা;
নিজেকে উজাড় করে
দিতে আমার আর কষ্ট হয় না।
তাই কি গৌরব আনি
দিলে মোর আবেগাপ্লুত হৃদয়ে;
যা-কিছু সাধনা করি
অসম্ভব সফলতা আসে তাতে।
তাই সফলতা নয়
কখনো আমার একক জীবনে;
তার প্রকৃত প্রাপক
তুমি ছাড়া কেউ তো পারে না হতে।
ঈশ্বরের প্রেরণা তো
তোমার সান্নিধ্যে আছে বিদ্যমান;
তাই সমস্ত সৃজনে
রয়েছে দেখি তোমার অবদান।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।