আশিন মানে
-গৌর গোপাল পাল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আশিন মানে ঢাকের সুরে
বাজে ঢোলক কাঁসি!
আশিন মানে ভিয়েন গুড়ে
নাড়ু বানায় মাসি!!
আশিন মানে নতুন জামা
নতুন পোশাক পরা!
আশিন মানে যায় না থামা
মনটা উদাস করা!!
আশিন মানে লিটিল ম্যাগে
কত নানান লেখা!
আশিন মানে হৃদয় জাগে
রয় না থাকা একা!!
আশিন মানে ড্যাং কুর কুর
ঢাকের পিঠে বোল!
আশিন মানে দুগ্গা ঠাকুর
মনের আগল খোল!!
আশিন মানে নতুন গানে
আগমনীর সুর!
আশিন মানে সবার প্রাণে
বিভেদ হল দূর!!
আশিন মানে আপন-পরে
বিভেদ রাখি তুলি!
আশিন মানে সবার তরে
প্রীতির কোলাকুলি!!
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
কবি গৌর গোপাল পাল/বাকুল/লাভপুর/বীরভূম সূচকঃ- ৭৩১৩০৩/পশ্চিমবঙ্গ/ভারতের একজন স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিনযাবৎ তিনি লেখালিখি করছে। রাজ্যের প্রথম শ্রেণীর দৈনিকসহ সাপ্তাহিক পাক্ষিক মাসিক ত্রৈমাসিক ষান্মাসিক লিটিলম্যাগের পাশাপাশি দেশ বিদেশ মিলিয়ে বেশ কয়েক শো পত্র পত্রিকায় লেখালিখি করেন। আমেরিকা ইংল্যাণ্ড সৌদি আরব ফ্রান্স কানাডা বাংলাদেশসহ আরও বহু দেশ থেকে অনলাইনে প্রতিনিয়ত তার লেখা প্রকাশিত হয়। বেশ কয়েকখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে তার। ভারত সরকারের অল ইণ্ডিয়া রেডিও ‘র অনুমোদিত গীতিকার শ্রীপাল রাজ্য সরকারের তথ্যদপ্তরের গানও রছনা করেন। স্বপ্না চক্রবর্তী সনজিৎ মণ্ডল কার্তিকদাস বাউল শ্রীকুমার চট্টোপাধ্যায় নাজমুল হক প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায় পাপিয়া লোধ জয়দীপ রায় জয়দেব দাস নিখিল বিহারী ঘোষসহ বেশ কয়েকশো শিল্পী তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।