প্রকাশ্যে কিংবা আড়ালে

-গণেশ পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅

অন্তরালে নিয়ত তবু

এ কেমন ষোল মাত্রার তাল ?

আমি যদি প্রেমিক হই

শোভা যাত্রার রাগিনী

মিশ্র মাত্রার তালে সাধি

তবে কি রেষারেষি আত্মগত !

জাঁকজমক সমারোহ আরো কীসব বাহুল্য

আমার পৃথিবীর সেই

জড়তা কি দূর করে না ?

বরং কোরা কাগজে কখনো কখনো

শুকনো পাতার ঝংকার ছুঁয়ে

আমার স্বপ্নের ছবিই হয়

নিদ্রাভঙ্গের পারাপার —–

একসময় বুঝিবা

প্রকাশ্যে কিংবা আড়ালে যা একাকার

যে কোন মুগ্ধ রাগিণীর মতো ।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় ১৯৫০ সালে ০২ জুলাই জন্মগ্রহণ করেছি । শিক্ষা গতযোগ্যতা :১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ করি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি। লেখালেখি ; কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি। আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি:১টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস। অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*