মন হারিয়ে যায়

-শিবানী সাহা

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

“গ্রাম ছাড়া ওই রাঙা রাঙামাটির পথ”

শুনলেই মনটা নেচে ওঠে আনন্দে,

চোখের সামনে ভেসে ওঠে

মনোরম মনকাড়া এক প্রাকৃতিক দৃশ্য।

প্রকৃতির সব সৌন্দর্য লুকিয়ে আছে ওখানে

পথের ধারে সারি সারি সবুজ বনানী,

শাঁখে শাঁখে পাখির মিষ্টি মধুর ডাক,

প্রভাতের সূর্য উঁকি মারে ডালের ফাঁকে।

রাঙামাটির পথ মনে করতেই

মনে পড়ে বাঁকুড়া, বীরভূমকে।

কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য

যেন পৃথিবীর সব সুখ শান্তি এখানেই।

বসন্তে প্রকৃতির রূপ লাল লালিমায় যায় ভরে

ডালে ডালে রঙিন ফুল ফোটে পলাশ শিমুলে,

খালি মনে হয় হাতছানি দিয়ে ডাকে।

ছুটে চলে যেতে ইচ্ছে করে

কংক্রিটের এই সাম্রাজ্যকে ছেড়ে এক নিমেষে,

মনে হয় দুচোখ ভরে উপভোগ করি সৌন্দর্যকে।

কি তৃপ্তি, কি মানসিক শান্তি, চারিদিকে নিস্তব্ধতা

কোথাও গেলে পাবেনা খুঁজে।

বিশ্বকবি তাই ছুটে গিয়েছিলেন শান্তিনিকেতনে,

সৃষ্টিতে মগ্ন থাকতেন প্রকৃতিকে আপন করে।

শান্তিনিকেতনের মনোরম দৃশ্য সাথে

গ্রামের রাঙামাটির পথ

সবার মন কে আপন করে।

তাইতো শহরাঞ্চল ছেড়ে মানুষ

মাঝে মাঝে ছুটে যায় শান্তিনিকেতনে

রাঙামাটি মনকে দেয় রাঙিয়ে।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখত পড়তে ভালোবাসি। আমি একজন সাধারণ গৃহবধু। আমার কবিতা কারও ভাল লাগলে, খুব ভালো লাগে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*