অম্লান হাসি
-পুষ্পিকা সমাদ্দার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
অম্লান মনে গায়ক ধরেছে সুরেলা সুর,
চতুর্দিকে ছড়িয়ে তার প্রভা ভরপুর।
প্রফুল্লতা তার চিত্তে সদা বিরাজমান,
তার মিষ্টিসুর সকলে শুনতে পান।
ভোরের সকল নীরবতা ভঙ্গ করে
গানের চর্চায় মন যায় তার ভরে।
অম্লান বদনে ও অম্লান মনে সমস্ত
কিছুর সুবিন্যাস হয় প্রতিটি ক্ষণে।
সজীবতাকে উজ্জীবিত করো অন্তর হতে
জীবনের সকল সুখ পাবে জীবনের সাথে।
ম্লান মুখ করুণ দর্শনে ছায় চেহারার বিবর্ণতা,অম্লান মুখে সকল সুখ বাড়ায় চেহারার উজ্জ্বলতা।
প্রিয়জনের অম্লাল হাসিতে মনে সাচ্ছন্দে বাড়ে,প্রফুল্লতা তো সকল মানুষের জীবনে আনন্দ আনতে পারে।
অম্লান হাসি আননে চিরস্থায়ী হোক,
বিরহ,জ্বালা যন্ত্রণা বিদায় নেয় যেন
জীবন হতে সব দুঃখ শোক।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত –:
আমি পুষ্পিকা বাসস্থায় কলকাতার নাকতলা এলাকায়। আমি একজন সামান্য গৃহবধূ,কবিতা লিখতে কবিতা পড়তে ভীষণ ভালো বাসি, গান শুনতে গান গাইতে ও সেবা মূলক কাজ করতে ভালো বাসি।