কালো মেয়ের কান্না
-শান্তি পদ মাহান্তী
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
চোখটা ট্যারা নাকটা মোটা
দাঁতটা নাকি উঁচু,
জন্ম থেকে আসছি শুনে
মুখটি করে নীচু।
দেখলে নাকি ভয় করে গো
এমনি আমি কালো,
কোন বিধাতা গড়লো আমায়
এমন করে বলো!
কৃষ্ণ কালো তবু ভালো
হতো যদি রাধা!
ভাগ্য ভালো রাই কিশোরী
রঙটা তোমার সাদা।
যৌবন কি রূপ দেখে গো
বিচার করে আসে!
উছলে ওঠে কালো মেয়ে
সেও জোয়ারে ভাসে।
ফাগুন লাগায় রঙের আগুন
শাল পলাশের বনে,
আগুন কি আর গাছেই লাগে
লাগে নারীর মনে।
আমারও তো ইচ্ছে করে
কেউ জড়িয়ে রাখে,
আমারও তো ইচ্ছে করে
মা বলে কেউ ডাকে।
সব কানে তো যায়না শোনা
গুমরে ওঠা কান্না,
রূপ দেখেছো বুক দেখোনি
চোখ যে সেথা যায়না।
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
নাম শান্তি পদ মাহান্তী, পেশা -শিক্ষকতা এখনো পর্যন্ত একটি যৌথ কাবগ্ৰন্থ প্রকাশিত হয়েছে। আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূরুলিয়া জেলার বাসিন্দা।