কৈশোরের দুরন্তপনা

-মাই ফেয়ার চৌধুরী

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কৈশোরের সেই দুরন্তপনা,

জীবনের এক অনন্য আলপনা।

আমরা কজন দুষ্টু ছেলের দল,

গাছের তলায় গড়েছি মোদের আস্থানা।

পাঠশালার শাসন-বারন ভেঙেছি মেলা,

বড় দীঘির পানিতে ভাসিয়েছি ভেলা।

সাঁতারে করেছি স্বচ্ছ পানি ঘোলা,

গাছের ডাল ধরে করেছি দোলা।

পাশের বাড়ির বাগ-বাগিচায় হানা,

প্রতিবেশীর হাজারো খেয়েছি তাড়া

আমরা ক’জন হতাম পাড়া ছাড়া।

নানান রঙে রাঙিয়ে নিতাম সারাবেলা,

সন্ধ্যা হলে আপন ঘরে ফেরার পালা।

মৃদ পায় ভীরু মনে আঙ্গিনায় উঁকি মারা,

হঠাৎ করে পিছন থেকে মা করত তাড়া

ঝাপটা মেরে ধরে চড়-থাপ্পরে শাসন কড়া।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা, পুলিশ স্টেশন-ডবল মুরিং, ডাকঘর-বন্দর, জিলা-চট্টগ্রাম।  ফেসবুক সাহিত্য অনুরাগী বন্ধুদের অনুপ্রেরণায় লেখার হাতে খড়ি,তৃতীয় দৃষ্টিতে দেখা বাস্তবতার নিরিখে, আশপাশ ঘটনাবহুল উপলব্ধি,অন্তরের অনুভবে অনুভূতিকে কবিতা আকারে প্রকাশের প্রচেষ্টা।জীবন ও বাঁচার তাগিদে কর্ম ব্যস্ততার সময়ের ফাঁকে বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখা চেষ্টা করি।গান শুনা, ছবি তোলাও ভ্রমণ প্রিয় মানুষ,আর বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা মারা।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*