আমার জীবিকা
-জয়সেন চাকমা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আমার জীবিকা কৃষি কাজে চলে
জুম চাষের মাধ্যমে পাহাড় অঞ্চলে।
ধানের বীজ বপন করি জ্যোষ্ঠ মাসে
ঝড়ে ভিজে জুমের মাটি যখনি নরমে হাসে।
আমার সখা জুম, এই সংসারে
জুমেতে ভুট্টা, তিল, হলুদে মনটা কারে।
শিস বাজায় জুমে টুনটুনি পাখি
বসে জুমের গাছের শাখে
মেটি আলুর মনটা আকে
জুমের মাটি ফসল উৎপাদনে।
আমি জুমের কৃষি
পাহাড়ের জুম চাষে আমার অভ্যস্ত
কৃষি কাজে আমার জীবিকা
ধান, গম, ভুট্টা ঢেড়শ, শশায় আমার হস্ত।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি:
কবি জয়সেন চাকমা। ঠিকানা গ্রাম ব্যাঙমারা, উপজেলা মাটিরাঙ্গা, জেলা খাগড়াছড়ি। শিক্ষা মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণিতে অধ্যয়নরত (২০২২)। কবি একজন ইতিবাচক মানুষ হতে চায়।