আকাশ ছোঁয়ার স্বপ্ন
-মোহাম্মদ ইসহাক আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
হে মহা প্রভু তুমি আজ আমার সন্তানকে
দিয়েছো এই দুনিয়ার সম্মান,
চাকচিক্যের দুনিয়ায় হয়তো
থাকবে চির অম্লান।
তুমিই তো তাকে করেছো
অসীম সাহসী আর বলীয়ান,
তাই শুধু তোমারই প্রশংসা করি
হে প্রভু, মহিয়ান, গরিয়ান।
স্বপ্ন দেখেছিলাম, আমার ছেলে জাহাজ নিয়ে সাগর দিবে পাড়ি,
সাগর মহাসাগর পার হয়ে সে
নতুন করে ধরলো এক আড়ি।
নীল আকাশে উড়বে সে
পাখির মতো ডানা মেলে,
আকাশ ছোঁয়ার স্বপ্ন তার
একটা অ্যারোপ্লেন হাতে পেলে।
এ্যাডভেঞ্চারের নেশায় সে একদিন
পাইলটের ট্রেনিং এ চলে গেল,
দু’বছরের ট্রেনিং শেষে একদিন
সে বিমানের পাইলটও হলো।
দিন যায় মাস যায়
বিমান নিয়ে নীল আকাশে উড়ে বেড়ায়,
হঠাৎ তার মাথা আবার বিগড়ে যায়
এ্যাডভেঞ্চারের নেশা তাকে নতুন স্বপ্ন দেখায়।
বিমান থামানো যায়না সব যায়গায়
একটা হেলিকপ্টার হলে ভাল হয়,
অবশেষে তার স্বপ্ন একদিন পূরণ হয়
ভাগ্য গুণে সে হেলিকপ্টার হাতে পায়।
এখন সে উড়ে বেড়ায় মুক্ত আকাশে
আকাশ ছোঁয়ার স্বপ্ন আজ ভাসে বাতাসে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবি মোঃ ইসহাক আলী, ১৯৬৬ সালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈদ্যপুর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাশ করে ১৯৮৪ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। নৌ বাহিনীতে সাঁইত্রিশ বছর চাকুরী শেষে ২০২১ সাথে অবসর গ্রহণ করেন। সুশৃংখল চাকুরী জীবনে সকল পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অর্জনসহ নির্মল সাহিত্য সংস্কৃতি চর্চা চালিয়ে যান। নৌবাহিনীর বিভিন্ন জার্নালে লেখকের অনেক লেখা প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত কবির দুইটি যৌথ এবং একটি একক কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।