প্রেম পিপাসু
-গোলাপ মাহমুদ সৌরভ
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আজ কেনো কষ্ট গুলো
আঁকড়ে ধরে মোরে?
মনের মাঝে বড় শূন্যতা
একাকিত্ব বোধ করে।
মনটা কেনো প্রেম পিপাসু?
চায় যে ভালোবাসা!
একা থাকতে চায়না মন
করে রঙিন আশা।
কষ্ট হলো মনের ভিতর
বিষন্ন লাগে একা,
উড়ো উড়ো করে মন
তার ছবি আঁকা।
মন শুধু মন খুঁজে
কষ্ট নাহি বুঝে,
ইচ্ছে হলে উড়ে বেড়ায়
তারে শুধু খুঁজে।
একা মনে তারে নিয়ে
স্বপ্ন কত দেখে,
আপন মানুষ খুঁজে সে
মনে রং মেখে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
কবি গোলাপ মাহমুদ সৌরভ। পিতা ঃ সামছুল আলম সরকার। মাতার নাম ঃ রৌশনারা আলম সরকার। ১৯৯০ সালে পহেলা জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, বাঞ্ছারামপুর উপজেলার অন্তর্গত পাড়া তলী গ্রামে একটি মধ্যবৃত্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে লেখক তৃতীয়। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় সাহিত্যের মধ্যে আত্ম প্রকাশ ঘটে। অসংখ্য ছোট গল্প, কবিতা, উপন্যাস, গান, গজল, নাটক ইত্যাদি রচনা করেন। ২০১২ সালে প্রথম প্রকাশ উপন্যাস” ভালোবাসা মানে চোখের জল “। শিক্ষাগত যোগ্যতা ঃ ব্যাচলর অফ স্যোসাল সায়েন্স (বি, এস, এস)। বর্তমান সৌদি আরব একটি ভি আই পি রেস্টুরেন্টে কর্মরত আছেন।