শান্তি নিহিত
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কত শান্তি নিহিত আছে জানো কি ভুবন গোপন দানে,
যেমন করে পুষ্প সৌরভ ছড়ায়, নিত্য ওই গুলিস্তানে।
সন্ধ্যা হলে বুনো জোনাকিরা কথা যে বলে কানে কানে,
সন্ধ্যার অল্প আলোতে যেন অনির্বাণ শিখার সুধা দানে।
সন্ধ্যার সেই শান্তির মিছিলে হেরি তব, আকাশ পানে,
ভালোবাসা শুধু শান্তি লিখে যায়, বসে শান্তি বিজনে।
পৃথিবীতে যাহা সুন্দর তার অবদান রেখেছে গুণীজনে,
বনের পাখিরা মুগ্ধ হয়ে আজও আছে, সেই অবদানে।
যে পুষ্প নিজেকে সংযত রাখে সে সুবাস ছড়ায় ভুবনে,
ভালো কিছু ইতিহাস মনে রাখে খুশি মনে রাত্রি দিনে।
আপনার বক্ষে পবিত্র ভালোবাসা লিখে দক্ষিণ পবনে,
দিনের আলোতে সৎ কর্ম, আঁখি মগ্ন থাকে সেই স্বপনে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কাজী সেলিনা মমতাজ শেলী(ছবিটা স্বামীর) একজন গৃহবধু, লেখা লেখি ছোটবেলা থেকে, শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি বাসস্হানঃ কপিলমুনি, উপজেলাঃ পাইকগাছা, জেলাঃ খুলনা, বাংলাদেশ।