চরিত্র হননে আত্মসুখ
-শিবানী সাহা
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
সমাজের চিত্রটা আজ বড়ই করুণ
হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি
অবিচার নির্মম অত্যাচার চলছে নির্বিশেষে।
ক্ষমতাও ও অর্থের প্রাচুর্যে কুকর্ম করতে
একবারও বাধে না বিবেকে।
শিক্ষিত কিংবা অশিক্ষিত তফাৎ দেখি না মোটে
মা-বোনেদের ইজ্জত নেয় লুটে।
কামের লালসায় নিজেকে ফেলে হারিয়ে
কুকর্ম ধর্ষণ করতে দ্বিধাবোধ নাহি করে,
অপারক ওরা নারীর যথাযথ সম্মান দিতে
ভুলে যায় ওরা মা বোন আছে নিজেদের ঘরে।
লোক ঠকানো ঠকবাজি নানা ফন্দি ফিকির
চালিয়ে যাচ্ছে ক্ষমতার অপব্যবহারে,
লজ্জা ঘেন্না ভয় সব ত্যাগ করে
সমাজের বুকে ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে।
কি তৃপ্তি পায় ওরা চরিত্র হনন করে,
আত্মসম্মান খুইয়ে বেঁচে থাকে সমাজে
প্রত্যক্ষভাবে নিন্দা না করলেও
তার চরিত্র নিয়ে আলোচনা করে আড়ালে।
চরিত্র হননে আত্মসুখ সেতো ক্ষণিকের
সম্মান হারিয়ে বাস করতে হয় সমাজে।
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
নাম—শিবানী সাহা, আমি একজন সাধারণ গৃহবধু। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।