ক্ষণস্থায়ী জীবন সবার

-তামিম আদনান

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

ক্ষণস্থায়ী জীবন সবার আছি মায়ায় জড়িয়ে,

স্বপ্ন যেন হয় না শেষ নানা ভাবে ঠকিয়ে।

চাঁদের আলোয় চাঁদ সুন্দরী রূপ দেখে এই মন,

রঙের খেলায় রঙ্গ লীলায় হয় না বলে আত্মদমন।

ক্ষণস্থায়ী জীবন সবার ফুরিয়ে যাবে যখন তখন,

তবু মানুষ গড়ে তোলে মানতে চায় না ভাগ্যলিখন।

রাজ্য জয়ের নেশায় বিভোর রাজ্যত্ব চায় সকলে,

অপকর্ম যায় করে যায় ছলচাতুরীর অন্তরালে।

যুদ্ধ করে মানুষ মারে নিজের কথা ভাবে না

কখন যে আসবে ডাক আরতো থাকা যাবে না।

যতই তুমি স্বপ্নবুনো ক্ষণস্থায়ী এই জীবনে,

বেঁচে থাকা যাবে না ভাই যতই থাকো সাবধানে।

যতই তুমি বড়াই করো ক্ষণস্থায়ী জীবনে,

ঘুরে ফিরে আসতে হবে সৃষ্টি কর্তার নিয়মে।

সাধের জীবন, সাধের জীবন করছো যারা ভাই,

হঠাৎ করে আসবে ডাক ভাবার সময় নাই।

ক্ষণস্থায়ী এই জীবনে পড়ে রবে সব,

যারা ছিলো আপন বন্ধু তারা করবে উৎসব।

কতকিছু জানার আছে বুঝার আছে ভাই,

আসলে কেউ আপন নয় যার যার মতো সবাই।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

তামিম আদনান,প্রধান শিক্ষক, নূর মোহাম্মদ মডেল স্কুল, ফতেনগর, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*