মোনালিসা হয়ে রবে চিরকাল
-আবুল হাসমত আলী
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
লিওনার্দো দা ভিঞ্চি জগতবিখ্যাত শিল্পী,
‘মোনালিসা’ ছবি তাঁর ছিল অনুপম সৃষ্টি।
সেই সৃষ্টিতে অমর হয়েছেন সত্যি তিনি,
সারা পৃথিবীতে তিনি হয়েছেন জ্ঞানী, মানি।
আমি সেই কালজয়ী শিল্পী হতে ইচ্ছা করি,
প্রিয়া তোমার প্রেরণা পেলে আমি সেটা পারি।
কিন্তু আমি ব্যর্থ পেতে তোমার হৃদয় মন,
বিরহেতে পরিপূর্ণ তাই মোর এ জীবন।
তাই মোর শিল্পচর্চা ব্যর্থ হয় বারে বারে,
প্রিয়া, তুমি কি পারো না আমাকে প্রেরণা দিতে?
একবারের জন্য দাও ভালোবাসায় ভরিয়ে,
মোর শিল্প সাধনাকে সফলতা দান করতে।
তাহলে আমার সৃষ্টি ধরাতে পাবে প্রশংসা,
সেই শিল্প বিক্রি করে আসবে অনেক মুনাফা।
সেই অর্থ_ প্রিয়া, তুমি দিও তোমার প্রেমিককে,
শুধু ভালোবাসা দাও প্রিয়া, একবার আমাকে।
তোমার প্রেরণা দ্বারা সৃষ্ট শিল্পে তুমি থাকবে,
কেউ পারবে না সরাতে তোমাকে সেখান থেকে।
তুমি মোনালিসা হয়ে প্রিয়া রবে চিরকাল,
তোমায় নিয়ে আনন্দে উত্তাল হবে সেকাল।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।