সু-মধুর কন্ঠস্বর
-পুষ্পিকা সমাদ্দার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সু-মধুর কন্ঠে অতি স্নিগ্ধ সুরে,
নারীর বাক্যের স্বরে শ্রবণে মন ভরে।
মিষ্টি ভাষায় কথা বলাও এক শিল্পের ন্যায়
এর তরে সকলের মনে স্থান পাওয়া যায়।
মৃদুভাষী হওয়ার আছে ও সত্যিই প্রয়োজন,
নারীর কন্ঠস্বরে ভরে যদিও সকলের প্রাণমন।
সুন্দর ও সুদর্শন ভাষায় কথার বলার ভঙ্গি ভিন্ন,বাক্য গুলি শ্রবণে লাগে যে অনন্য।
মধুর ভাষী ও মিষ্টি হাসি আনন দেখতে লাগে বেশ, শ্রবণে অনুভবে আসে মনে নিদারুণ আবেশ।
শ্রুতি মধুর কন্ঠস্বরে পাঠে সকল বাণী,
মুহূর্তে বিতাড়িত হবে অন্তরের সমস্ত গ্লানি।
কন্ঠস্বর যার অতীব মধুর জানি,
তাকে এক কথায় বলে যে সুভাষিণী।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমার নাম পুষ্পিকা সমাদ্দার থাকি কলকাতার নাকতলা এলাকায়। অতি সাধারণ এক গৃহবধূ,সাহিত্য খুব ভালো লাগে তাই কবিতা,গল্প, অণুকবিতা অবসরে সময়ে হাতে কলম ধরি আর সামান্য কিছু লেখার চেষ্টা করি, আবৃত্তি ও গান শুনতে ভীষণ পছন্দ করি,আমাদের একটি ছোট্ট সংস্থা আছে সেখানে সেবা মূলক বিভিন্ন কাজ হয় তার সনে ও আমি নিযুক্ত আছি।