নির্ণীত গন্তব্য

-গণেশ পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅

প্রবাহমান নদীর ধারে ঘুরতে

কিংবা কখনো

ঘরের কোণে মনের অন্তঃপুরে

বসে থাকতে তবে

কেমন লাগে ?

উদ্ভট এ প্রশ্নের উত্তর খুঁজতে

উদ্ভ্রান্ত পৃথিবীর পথে বের হয়েছি ।

ভ্রান্ত পথে হাঁটতে হাঁটতে

কতদূরে যাব —–

নির্মিত পৃথিবীর গন্তব্যে

কখনো কি পৌঁছতে পারব ?

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি ‌:

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও ‌জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় ‌১৯৫০ সালে ০২ জুলাই জন্ম গ্রহণ করি। শিক্ষাগত যোগ্যতা :১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ ‌করি । কর্মজীবন : বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে ১৯৭৪ সালে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি। লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি:১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*