বাবা

-ডাঃ মোজাম্মেল হক

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন

আমায়,-তিনিই হলেন আমার বাবা।

বাবা বিকেলে আমায় নিয়ে হাঁটতেন,

কফি খেতেন,প্রকৃতিতে বয়তো সাবা।

বাবা ছিলেন সবচেয়ে কাছের জন,

প্রিয় বন্ধু,সুখ ও দুঃখের ভাগীদার,

মেটানোর চেষ্টা করতেন প্রয়োজন,

তিনি তো ছিলেন ভালোবাসার আধার।

হঠাৎ বাবা আক্রান্ত হোন বড় ব‍্যাধিতে,

চলে যান সবাইকে ছেড়ে চিরতরে।

সব আছে কিন্তু বাবা নেই পৃথিবীতে,

বাবা ছাড়া হাসি,শান্তি নেই আর ঘরে।

হে আল্লাহ্,আমার বাবাকে ভালো রেখো,

উনার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখো।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

ডাঃ মোজাম্মেল হক ১৯৯৫ সালের ৪ নভেম্বর, কিশোরগঞ্জ জেলায়( বাংলাদেশ ) জন্মগ্রহণ করেন। এস.এস.সি পর্যন্ত নিজ জেলাতেই শেষ করে এইচএসসি পড়েন ঢাকা মাইলস্টোন কলেজে। এরপর এমবিবিএস শেষ করেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ হতে।বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। নবম শ্রেণীতে পড়াকালীন কবিতা লেখা শুরু করেন।দুই বছর লেখালেখির পর প্রায় ছয় বছর লেখালেখি হতে দূরে থেকে ইন্টার্নীর সময় হতে নিজ স্ত্রীর অনুপ্রেরণায় আবারো লেখালেখি শুরু করেন। তিনি কবিতা,গল্প লেখেন নিয়মিত।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*