প্রতিযোগিতা

-শান্তি দাস

≡≡≡≡≡≡≡≡≡≡≡≡

জীবনে হারজিত লড়াই চলছে সবার,

প্রতিযোগিতা সেতো জীবন মঞ্চে অভিনয়।

যেদিকে তাকাই শুধু লড়াই করে জীবন যাপন,

কার সাথে প্রতিযোগিতা হবে সময়ের তালে তাল।

ভোরের সূর্য উদয় থেকে শুরু জীবনের লড়াই,

জীবন চলছে যান্ত্রিক নিয়মে গতিধারা নেই থেমে।

ছোটবেলা থেকেই পড়া বলো খেলা সবেতে প্রতিযোগিতা,

জীবন চড়াই উৎরাই শুধু ভালো ভাবে বাঁচতে।

কার সাথে চলছে এই লড়াই কেনই প্রতিযোগিতা,

প্রতিযোগিতা তো শুধু নিজেকে জিতিয়ে রাখার প্রচেষ্টা।

জীবনকে নিজ লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা,

শিক্ষা তো তাই বলে নিজেকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া।

জীবনের শ্রেষ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,

মুখ্য উদ্দেশ্য হবে কর্মজীবন সুখের করে নেওয়া।

সবাই কি প্রথম হতে পারে তাও হাল ছাড়তে নেই,

নিজের কর্মফল নিজেকে নিয়ে যাবে নির্দিষ্ট লক্ষ্যে।

তাইতো চলছে সবাই লক্ষ্যে পৌঁছে যেতে,

হয়রানি হয়ে ও সামলিয়ে নিতে পথটুকু অতিক্রম করতে।

আগে পিছে প্রতিযোগি তবুও জেতার আনন্দে,

প্রতিযোগিতা সারাজীবন থামবে তখন যখন ওপারে।

≡≡≡≡≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতি-

শান্তি দাস, শিক্ষিকা, এম এ (শিক্ষা বিজ্ঞান), আগরতলা (ত্রিপুরা), ভারত।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*