রক্তের নিশানা
-অভিজিৎ হালদার
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ সবি
যুদ্ধ আমার হাতে
তোমার দেওয়া প্রেমের চিঠি
রেখেছি বুকে যত্নে।
হৃৎপিন্ডে শুধু চাকু চালিয়ে
বিষপান করেছি সূর্যের রঙে।
ময়লা পোশাক কয়লায় ধুয়ে
নেমেছি মহাযুদ্ধে
তোমরা বেশি রক্ত দিলে
শিরা যাবে ভরে।
ধুলো মাটির পৃথিবী হতে
জন্মে নারীর গর্ভে মানুষ
তোমরা সবাই কলঙ্ক করে
সেই নারীকেই পাঠাও বৃন্দাবনে?
শিল্পীর চিত্রে চিল এঁকে
মেঘ ভাসে চোখের জলে
রক্তের নিশানা লাল হয়ে
সমুদ্রে ফেনা তোলে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
নাম- অভিজিৎ হালদার, মোবারকপুর, নদীয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ