বুঝবেই বুঝবে

-মোঃ হাসানুজ্জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

গতকাল বুঝোনি আজ বুঝতে চাইছো না

আগামীকাল নিশ্চয় বুঝবেই বুঝবে।

কি ছিলে তুমি আমার হৃদয় মন্দিরে

কোন দেবীর আসন গেঁড়ে।

তোমাকে রাখতে চেয়েছিলাম বুকের মাঝে,

অকৃত্রিম ভালোবাসা আর মমতায় জড়িয়ে।

অতল সমুদ্রের ন‍্যায় গভীর ভাবে

নীল আকাশের দূর সীমানা ছাড়িয়ে,

ভালোবাসার প্রাসাদ গড়তে চেয়েছি

অনুরাগের ছোয়ায় এক সাথে থাকবো বলে।

নক্ষত্র ক্ষচিত রাতে তারার মেলা বসবে,

আকাশ তাই সৌন্দর্যে‍র বিকাশ ঘটাবে।

আমি তোমার কোলে মাথা রেখে,

ভালোবাসার পরশ পেতে ব‍্যাকুল হবো।

প্রকৃতির মাঝে প্রকৃত প্রেমের স্বাধ,

উপভোগের নেশায় মত্ত রবো দুজন,

আবেগী ছোয়ায় পাগল করবো তোমায়,

ধীরে ধীরে নির্বিকার হয়ে যাবো,

নিয়ন্ত্রণ হারাবো নিজেদের মনের কাছে।

কতো সুখ স্বপ্ন বপন করেছি মনে

উন্মাদনায় ব‍্যাকুল হৃদয় আনচান করে,

তোমায় নিয়ে ভাসবো ভেলায় চেপে,

বোঝাতে পারিনি তোমায় ভালোবাসি বলে।

আমাকে ছেড়ে অন‍্যের গৃহে কতটা সুখে,

নীড় গড়েছো ভালোবাসাহীনতার মাঝে,

জানতে চেয়েছি বলোনি নিজের মুখে।

ভালোবাসা পাবার আশায় ক্ষত বিক্ষত

হতে চাইনা আর কখনও তোমার কাছে।

শুধু জানি আমার ভালোবাসা একদিন,

তোমার হৃদয় মন্দিরে বাসা বাঁধবেই বাঁধবে।

সেদিন হয়তো তুমি আপন অনুভবে

আমার ভালোবাসা বুঝবেই বুঝবে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

মোঃ হাসানুজ্জামান, রাধাকান্তপুর,বেরিলা বাড়ি, লালপুর,নাটোর,রাজশাহী , বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*