জীবন যুদ্ধ
-ডাঃ মোজাম্মেল হক
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
করি শুধু সুখ!সুখ! পাই সদা শুধু দুখ,
জীবন তো ফুলশয্যা নয়।
করি কি সঠিক চেষ্টা! কীভাবে মিটবে তেষ্টা!
দোয়ায়,চেষ্টায় সব হয়।
করি নাতো পরিশ্রম, হবেইতো দৃষ্টিভ্রম,
তাইতো দেখছি পরাজয়।
কঠোর অধ্যবসায়, সঠিকভাবে চেষ্টায়,
অন্তর্নিহিত সবার জয়।
জীবন মানেই বাধা, শিরোনামহীন ধাঁধা,
তবুও ভয় পেলে হবে না।
বাধা শেষে আসে যুক্তি, ধাঁধার উত্তর মুক্তি,
হার মেনে নিলে চলবে না।
জীবনযুদ্ধের শেষে কালবেলা অবশেষে
উপরওয়ালার দয়ায়
এসেছে বিজয় দেখো। সকলে বাঁচতে শেখো-
তাঁর অনুগ্রহের ছায়ায়।
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
কবি পরিচিতি-
মোজাম্মেল হক ১৯৯৫ সালের ৪ নভেম্বর, কিশোরগঞ্জ জেলায়( বাংলাদেশ ) জন্মগ্রহণ করেন। এস.এস.সি পর্যন্ত নিজ জেলাতেই শেষ করে এইচএসসি পড়েন ঢাকা মাইলস্টোন কলেজে। এরপর এমবিবিএস শেষ করেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ হতে।বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। নবম শ্রেণীতে পড়াকালীন কবিতা লেখা শুরু করেন।দুই বছর লেখালেখির পর প্রায় ছয় বছর লেখালেখি হতে দূরে থেকে ইন্টার্নীর সময় হতে নিজ স্ত্রীর অনুপ্রেরণায় আবারো লেখালেখি শুরু করেন। তিনি কবিতা,গল্প লেখেন নিয়মিত।