নীল জলে লাল পদ্ম
-কাজী সেলিনা মমতাজ শেলী
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
নীল জলে লাল পদ্ম ভাসে, কে দেখেছে কে দেখেছে,
অথৈ জলে লাল পদ্ম ভাসে ভোরের সমীরণ দেখেছে।
হৃদয় রথে বিক্রি হয়েছে, আজ লাল পদ্ম ফুলের মালা,
সেই খুশিতে মনে আনন্দ দিয়ে গেল তব বেলা অবেলা।
হৃদয় বারতা আনন্দ অশ্রু জলে কত কথা বলে যায়,
রহস্য নিলয় হৃদয় জুড়ে, যেন শত বিশ্বাস ঠাঁই পায়।
অবারিত বিশ্বাস মনের মঞ্জিলে থাক না শুধুই সাজানো,
হৃদয়ে যদি বিশ্বাস থাকে, দরকার নেই বাইরে দেখানো।
নীরবতার অনেক শক্তি সেখানে সুখ দুখের রূপকথা,
শব্দহীন ভোরে শুধুই নিস্তব্ধতা মুছে যাক যত ব্যথা।
আকাশ ভালোবাসে চাঁদ, চাঁদ ভালোবাসে সমীরণ,
ফুল ভালোবাসে ভোরের বাতাস আর প্রভাত কিরণ।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতিঃ
কাজী সেলিনা মমতাজ শেলী গৃহিনী, কপিলমুনি বাজার, খুলনা।