নাতির বায়না

-মো: হাবিবুর রহমান

≈≈≈≈≈≈≈≈≈≈

হঠাৎ করে আসে বৃষ্টি

দখিন জানালায়,

ঝমঝমাঝম বৃষ্টি তালে

মন যে উছলায়।

খোকন সোনা তালহা বাবু

বায়না ধরছে আজ,

ভিজবে বাবু মেঘের জলে

এটাই নাকি কাজ।

বৃষ্টি জলে ভাসাবে সে

কাগজ তৈরি নাও,

বলে মায়ে বাবু সোনা

একটু পায়েস খাও।

বুড়ো দাদু বসে থাকে

পান সুপারি খায়,

বলে নাতি দাদু ভাইয়া

বৃষ্টি ভিজি আয়।

বলে দাদু যাসনে সোনা

আসবে গায়ে জ্বর,

থাকবি শুয়ে দিনের বেলা

হৃদে নাইকি ডর?

অমনি বাবু কান্না করে

ফেলে চোখের জল,

কিনবো দাদু হা্ওয়াই গাড়ি

দাদা করে ছল।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

মো: হাবিবুর রহমান। জন্ম ১৯৬১ সনে মাদারীপুর জেলার কুমড়াখালী গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে। বিবাহিত। দু’টি সন্তানের জনক। জগন্নাথ কলেজ থেকে দর্শনে অনার্স ও মাষ্টাস করেন। ছোটবেলায় গল্প, কবিতা, প্রবন্ধ ও নাটিকা লিখতেন। করোনাকালে আবার লেখালেখি শুরু করেন। ইতিমধ্যে তিন শ’র বেশি কবিতা ও ছড়া লিখেছেন। মানব সেবাই লেখকের ব্রত।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*