বলতে পারিনি যে কথা

-রঞ্জন ঘোষ

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো করেও পারিনি তোমায় বলতে

বারংবার একটা বাধা এসে দাঁড়িয়েছিল তোমার আমার মাঝে,

তুমি সেকথা রাজ পেয়েছিলে কিনা আমি আজো জানি না,

ধীরে ধীরে একসময় ব্যস্ত হয়ে পড়লাম আমি নানান কাজে।

সেই না বলা কথা টা আজো আমার হয়নি তোমায় বলা,

তুমি বুঝো হয়তো বুঝতে চাওনি আমার সেই মনের কথা,

অভিমানে চলে গিয়েছিলে আমার থেকে অনেক দূরে,

মনে হয়েছিলো তুমি বুঝতেও চাওনি আমার মনের ব্যথা।

আমার জন্য তোমার মনের কোণে হয়তো ছিলোনা কোন অনুভূতি

তাই হয়তো বুঝতে চাওনি শুনতেও চাওনি সেই কথা কখনো,

আমি ও হয়তো পারিনি প্রকাশ করতে আমার মনের কথা,

তবুও সেই ব্যথা কুরে কুরে খায় আমার বুকের ভেতর এখনো।

প্রথম দেখাতেই তুমি আমার হৃদয় করে নিয়েছিলে জয়

হৃদয়ের মাঝে আজো আছে তোমার মুখটা আছে আঁকা,

মন বলেছিলো মনের মানুষকে পেয়ে গেছি আমি আজ,

তুমি চলে যেতে এই ব্যথাতুর হৃদয় হয়ে আছে আজ ফাঁকা।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

আমি রঞ্জন ঘোষ দক্ষিণ কলকাতার বেহালা নিবাসী। ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করি। কবিতা আমার প্রথম প্রেম। আমি দুই শতাধিক সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত আছি। বহু পরিবারে আমার লেখা প্রকাশ হয়েছে। আমার তিনটি একক কবিতার বই প্রকাশিত হয়েছে এ বছরে। সেগুলো হলো প্রেমের ঝর্ণাধারা, লকডাউনের ডায়রি ও জীবন তরী। প্রতিদিনই একটা দুটো করে কবিতায় লিখি। যতদিন বেঁচে থাকব কবিতা লিখে যাবো। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ একান্তই কাম্য। ধন্যবাদ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*