তোমার প্রবেশ

-সেলিম আলতাফ

≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡

সব সত্যি জানো তুমি-

আয়ত্ব জুড়ে সবুজ আলো,

তবু কিসের দ্বিধায় ভেসে-

অযথা খোঁজো অবুঝ কালো?

কদম ফোটে বৃষ্টি ভিজে-

সুগন্ধে মাতে আবেগী হাওয়া,

নূপুর ছন্দে উচ্ছ্বাস মন-

অপেক্ষা তার তোমাকে চাওয়া।

বিকেল সময় মেঘ কালো-

গাছের পাতায় সুখের দোলা,

সন্ধ্যা কোলে অঝোর ধারা-

অভাব তখন তোমার বেলা।

রাত প্রহরে গাঢ় নীরবতা-

ঘুমের ঘরে আসেনা আবেশ,

ভাবনা তখন বাঁধন ছেড়ে-

চাতক ইচ্ছেয় তোমার প্রবেশ।

আর নিওনা রঙের তুলি-

রেখা টানো সব আঁকিবুঁকির,

সামনে শুধু ফুলের ডালি-

তোমার জন্য প্রেমের আবির।

≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতি- 

সেলিম আলতাফ, খালিশপুর, খুলনা, বাংলাদেশ

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*