পল্লী গাঁয়ে
-জয়সেন চাকমা
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আমার বাড়ি পল্লী গায়ে
সবুজ রঙে ঘেরা,
সবুজ শ্যামল গাছগাছালি
পল্লী আমার সেরা।
রূপে ভরা বনবনানী
আমায় নিত্য টানে,
সবুজ শোভা পল্লী গাঁয়ে
সুরের পাখির গানে।
ছায়ায় ঘেরা পল্লী গায়ে
বৃষ্টি যখন ঝড়ে,
রূপেতে সাজে পল্লী গাঁয়ে
মনটা আমার ভরে।
কিচির-মিচিরপাখি ডাকে
মনে লাগে দোলা,
ভরে আছে ফুলের শোভা
মনটা আমায় ভোলা।
গাছের তলে সুরের তালে
রাখাল বাজায় বাঁশি.
অপরূপ পল্লি শোভায়
অনেক সুখে ভাসি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
কবি জয়সেন চাকমা, জন্ম: ০৪ মে ২০০৬, জন্মস্থান ব্যাঙমারা পাড়া, মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি জেলা। শিক্ষা: মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত (২০২২)