রাখাল ছেলে

-গৌর গোপাল পাল

≤≥≤≥≤≥≤≥≤≥≤≥≤≥≤≥

রাখাল ছেলে বাজিয়ে বাঁশি

গোঠের পানে ধায়!

মুখে যে তার মলিন হাসি

পেটে খাবার নাই!!

ফেরে যখন চরিয়ে ধেনু

বিকেল বেলা হলে!

বাজে না আর হাতের বেণু

পেটে আগুন জ্বলে!!

রোজই দেখি একই রুটিন

সকাল বিকাল সাঁঝে!

উপোসী পেট দেহও ক্ষীণ

নেই বিরতি কাজে!!

সকাল ইস্তক সাঁঝের পরে

অবসর নাই বলে!

রাখাল ছেলের এমনি করে

জীবন কেটে চলে!!

কি লেখে যে নিয়তি কার

কারোর জানা নাই!

বিধি তোমার একি বিচার

ভাবছি বসে তাই!!

≤≥≤≥≤≥≤≥≤≥≤≥≤≥≤≥

লেখক পরিচিতিঃ-

কবি গৌর গোপাল পাল। সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ। কবিতা,গান,ছড়া, গল্প,নিবন্ধ,প্রবন্ধ সবই লেখেন। প্রথম শ্রেণীর দৈনিক থেকে শুরুকরেসাপ্তাহিক,পাক্ষিক,মাসিক, ত্রৈমাসিক,ষান্মাসিক,বার্ষিক সব ধরণের পত্র-পত্রিকায় লেখা-লিখি করেন। আনন্দবাজার,বর্তমান,প্রতিদিন,একদিন

সংবাদ,আজকাল,গণশক্তি,আজবিকাশসহ ২০/২৫টি দৈনিকের পাশাপাশি দেশ,সন্দেশ, কিশোরভারতী, সানন্দা, আনন্দলোক, উনিশকুড়ি,সাপ্তাহিক বর্তমান,সুখী গৃহকোণ,নবকল্লোল,প্রসাদ,শুকতারা,জ্ঞানবিজ্ঞান,উদ্বোধন,সমাজ শিক্ষা, মাতৃশক্তি, কিশোর জ্ঞানবিজ্ঞানসহ শ’পাঁচেক পত্রপত্রিকার সাথে সাথে দেশ-বিদেশ মিলিয়ে শ’দুয়েক অনলাইন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে। আকাশবাণীর গীতিকার। শ’দুয়েক শিল্পীও লেখা গানে কণ্ঠ দিয়েছেন। স্বপ্না চক্রবর্তী, শ্রীকুমার চট্টোপাধ্যায়, সনজিৎ মণ্ডল, প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়,কার্তিক দাসবাউল,পাপিয়া লোধ, জয়দীপ রায়, জয়দেব দাস,নাজমুল হক,নিখিল বিহারী ঘোষ, ঈশিতা মুখার্জী,মিনাক্ষী দাস প্রমুখ উল্লেখযোগ্য।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*