শরণার্থী সমস্যা
-আবুল হাসমত আলী
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
আমি ভিনগ্রহী নই, এই গ্রহের বাসিন্দা;
মঙ্গল বা চাঁদ নয়, পৃথিবী আমার মাতা।
আমি বড়ো ভালোবাসি এই পৃথিবীর মাটি;
আমার প্রিয় গাছপালা, নদনদী ও মরুভূমি।
ভালোবেসেছি মানুষকে, জাতি-ধর্ম নির্বিশেষে;
অপরাধী নই আমি এই মানব সমাজে।
কিন্তু আমি বড়ো অসহায় এই পৃথিবীর বুকে;
পায়ের তলায় মাটি শত্রুরা নিয়েছে কেড়ে।
কোন দেশ নেই মোর এই সুন্দর ধরাতে;
মোর অধিকার থেকে ওরা তো বঞ্চিত করে।
আমি কখনো হয়েছি যুদ্ধের ভীষণ বলি;
কখনো আমি বঞ্চিত হেতু, ধর্ম ও রাজনীতি।
আমার বাপ ঠাকুরদা জন্মেছিল এই দেশে;
মরে গেছে হেসে খেলে এই দেশকে ভালোবেসে।
বঞ্চিত দেশবাসী মোরা বঞ্চিত মোদের শিশু;
ঈশ্বরের পৃথিবীতে আমাদের নেই কিছু।
আজ আমার সন্তান এসব কিছু বোঝেনা;
চেতনা পেয়ে দেখবে সে তার নেই জন্মভিটা।
তখন কারও দয়ায় চলবে তার জীবনযাত্রা;
সীমাহীন ব্যথা নিয়ে হয়ে পড়বে দিশাহারা।
এ এক নিষ্ঠুর খেলা মানবের ইতিহাসে;
পরকে সমস্যায় ফেলে তারা অট্টহাসি হাসে।
তাই হিংস্রতা দানা বাঁধছে সদা চতুর্দিকে;
শুভাকাঙ্ক্ষীদের কাজ করতে হবে যে একসাথে।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।