প্রান্তরের টানে

-গণেশ পাল

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

আমি অদূর থেকে আসি —–

বিস্ময়কর বিনিময়ে যেন

আমি অদ্বৈত হয়ে যাই ।

অথই ভালবাসা

পেরুতে পেরুতে নিতান্তই আসক্ত

না হয়ে কি থাকা যায় ?

বাড়তি অভিলাষ

বুকের বেলাভূমি অতিক্রম করে

অদৃশ্য প্রান্তরের টানে ।

অথচ নীরবতাই যে মোহনীয় —-

সময়ের মেরুকরণে

ঘষামাজা কষ্টিপাথরের পরীক্ষা ।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল।  জন্ম ও জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় ১৯৫০ সালে ০২ জুলাই জন্ম গ্রহণ করি। শিক্ষা গ্রহণ: ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি। আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*