আমি অপেক্ষায় আছি

-প্রদীপ কুমার মাইতি

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আমি অপেক্ষায় আছি,

ঝড় থামবেই।

দুর্যোগ কেটে যাবে,

রাতের আঁধার পেরিয়ে আবার সোনালী সকাল হাসবে।

আমি অপেক্ষায় আছি,

অধিকার বঞ্চিত মানুষের বিদ্রোহের আগুনে জন্ম নেওয়া হাজার স্টেনগান ছিনিয়ে আনবে সভ্যতার নতুন আলো,

যেখানে হিংস্র দানবের থাবার আঁচড়ে কাঁপবেনা মাটি মুছে যাবে যত কালো।

আমি অপেক্ষায় আছি,

ধর্মের নামে বিষবৃক্ষ আকাশে দেবেনা পাড়ি,

যেখানে স্বজন হারানো আর্তনাদে বাতাস হবে না ভারি।

আমি অপেক্ষায় আছি,

একই বক্ষে দুটি পাঁজর মিলেমিশে ডান-বাম,

একটিতে হবে আজানের ধ্বনি একটিতে হরিনাম।

আমি অপেক্ষায় আছি,

একই বৃন্তে ফুটবে আবার রাম-রহিম দুটো ফুল,

এদেশ আমার এদেশ তোমার ভেঙে যাবে সব ভুল।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী থানর গ্রাম কামদেবনগর পোস্ট কলাগেছিয়া এর বাসিন্দা। একটা সময়ে কবিতা লিখতাম। কবিতাকে ভালো বাসতাম। বিভিন্ন ঘাত প্রতিঘাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। অভাবের তাড়নায় কলেজের গন্ডিও পেরোতে পারিনি। প্রচণ্ড দারিদ্র্যতার মধ্যে উচ্চমাধ্যমিক পাস করেছি।আজ জীবন অবসরে অতীত অভ্যাসকে সঙ্গী করে আবার লেখা শুরু করেছি। মনের মাঝে লুকিয়ে রাখা কষ্ট দুঃখ কান্না ব্যাথা গাঁথা স্মৃতিময় কথা গুলোকে নিজের মত করে লিখি মাত্র।হয়তো আমার লেখাতে কোন গভীরতা নেই,ঝর্নার মতকোন গতিও নেই,নেই কোন ছন্দমিল অন্তমিল। তবুও আজ লিখতে বড় ভালোলাগে। অনলাইন পত্রপত্রিকায় টুকটাক লেখালেখি করি।শোষনহীন সমাজের স্বপ্ন দেখি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*