ভিক্ষা চাইতে আসিনি

-মোঃ হাসানুজ্জামান

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

আমি তোমার কাছে শুদ্ধ ভালোবাসার

ভিক্ষা চাইতে আসিনি।

আমি এসেছি তোমাকে আমার মনের

অব‍্যাক্ত কথা গুলো জানাতে।

প্রকৃতির মাঝে কতোনা ফুলের সমাহার ঘটে

সব ফুলই কি সৌরভ বিলাতে পারে?

আমি না হয় ঝরে পড়া গন্ধহীন ফুলের

ঝরা পাঁপড়ী হয়ে পড়ে রবো,

ধূলো মাটিতে গড়া কঠিন পৃথিবীতে।

তুমি সুরভিত ফুল হয়ে থেকো আজীবন

অম্লান অক্ষয় হয়ে,

আর সবুজ সুন্দর পৃথিবীর বুকে

গন্ধ বিলিয়ে দিও আপন সৌরভে।

আমি তোমার চলার পথে কাঁটা হয়ে

কষ্ট দিতে আসিনি।

আমি এসেছি তোমার কাঁটা বিছানো পথে

সবুজ গালিচা হতে।

সেই গালিচাই তুমি হাটবে খেলবে গাইবে

ঘুরে ঘুরে আনান্দ উচ্ছাসে মেতে রবে।

তাই দেখে আমি মুগ্ধ হয়ে আবেশ ছড়াব

অনুভব করবো তোমার প্রানের অস্তিত্ব।

আমি তোমার কাছে সুখ পিয়াসী হয়ে

সুখের সন্ধান করতে আসিনি।

আমি এসেছি তোমার জীবনের সবটুকু

হাসি খুশি আর সুখী দেখতে।

নিজেকে সুখী করবার প্রবৃত্তি মন থেকে

চাপা কান্নায় হারিয়ে গেছে আমার।

এখন শুধু ভালোবাসার মানুষ গুলোর

সুখী সমৃদ্ধি জীবন কামনা করি।

আমি তোমার চোখ ভরা জল হয়ে

নেত্র কোনে ভাঁসতে আসিনি।

আমি এসেছি তোমার উচ্ছাসিত মনে

উপচে পড়া বন‍্যা হতে।

যেখানে তুমি ইচ্ছে মতো ভেলায় ভেঁসে

যতোদুর মন চাই ততোদুর যাবে।

আমার সুখ এই টুকু যে, তুমি ভেলায় ভেঁসে

আবেগ আপ্লুত হয়ে আমার বুকেই রবে।

আমি তোমার কাছে হৃদয় ভরে ভালোবাসার

উপঢৌকন চাইতে আসিনি।

আমি এসেছি তোমায় একটি মিনতি করতে

দোহাই তোমার আমাকে ভালোবেসো না,

তবু তোমার ভালোবাসাকে সুপ্ত রেখো না,

জানিয়ে দাও বাংলার আকাশে বাতাসে

আর শক্ত করে গিট দিয়ে ধরে রাখো তারে,

নরম বুকের এপাশে ওপাশে পাঁজরে,

যেন কভু হারিয়ে না যায় কোন ভাবেই

তোমার যত্নে গড়া হৃদয়ের চারপাশ থেকে।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতিঃ

নামঃ মোঃহাসানুজ্জামান, গ্রামঃ রাধাকান্ত পুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লাল পুর, জেলাঃ নাটোর, রাজশাহী,  বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*