সত্যের মহলে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
বাতাস তুমি সত্যের মহলে, যেয়ে দেখ কত যে শান্তি,
তুমি বিশ্বাসের মহলে যেয়ে দেখ সেখানে কত প্রশান্তি।
সন্ধ্যা হয়ে এলো যে, তাড়াতাড়ি দাও শ্রমিকের মজুরি,
জিন্দেগির পথে, বিবেক জাগ্রত কর তব হে পাঞ্জেরি।
সাহারা মরুর মর্ম ব্যথা বোঝে না ওই মূর্খ মুসাফির,
এক ফোঁটা বৃষ্টির জন্য, চাতক পাখি থাকে অধির।
প্রয়োজন হয় না, তাই মাটির পুষ্প নেয় না যে শ্বাস,
তব জগৎ সংসারে আছে, প্রয়োজন অমৃত বিশ্বাস।
যদি সাঁতার না জানো, যেও না প্রেম সমুদ্র মোহনায়,
কখনো বাতাস হারিয়ে যায় নদীর ওই অববাহিকায়।
সাবধানে না থাকলে, আঁখিতে আসতে পারে যে বন্যা,
জ্যোতি দীপ্তি লেখা তুমি এসে মুছে দাও চোখের কান্না।
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
কবি পরিচিতিঃ
কাজী সেলিনা মমতাজ শেলী গৃহিনী, কপিলমুনি বাজার, খুলনা।