দেখা হবে আবার

-মীর রাজীবুল হক

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

দেখা হবে আবার,

সেই চেনা নদীর পারে।

দেখা হবে আবার,

সেই নির্বাক গাছের তলে।

যে গাছের ঝরেপড়া পাতাগুলো

প্রশ্ন করে আমাদের শূন্যতার!

দেখা হবে আবার,

সেই চির পরিচিত পথের ধারে

যেখানে পড়ে থাকা নুরি বালি গুলো

আমাদের পায়ের স্পর্শ খোঁজে।

দেখা হবে আবার,

তোমাকে আমাতে শিশির ভেজা

স্নিগ্ধ সকালের বিষন্নতায়।

দেখা হবে আবার,

স্টেশনের সেই আরামকেদারায়,

যেখানে আজও বাষ্পভূত হচ্ছে আমাদের ফেলে আসা স্মৃতি।

দেখা হবে আবার,

সেই পাড়ার মোড়ে সাইকেলে যেতে যেতে বাড়ি ফেরার পথে।

দেখা হবে আবার,

বাড়ি ফেরার কোন এক বাসে

দেখেও দেখবে না তুমি যদি পুরোনো কথা ভাসে।

জানি স্মৃতিগুলো আজ অতীত!

নতুনই আজ ‘বর্তমান’! তবু দেখা হবে আবার!

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

আমি মীর রাজিবুল হক পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্ভুক্ত জামালপুর থানার চৌবেড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। লেখালেখি করতে ভালোই লাগে তাই মনের অনুভূতিকে কলমের মাধ্যমে ফুটিয়ে তুলি। দু একটা পত্রপত্রিকায় কিছু লেখা দিয়েছি। জীবনটাকে ছন্দ অলংকারে সাজানোর উদ্যোগে আমি অবিরত।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*