বাঁচার অভিলাষে ক্ষুদ্র জীবন
-পুষ্পিকা সমাদ্দার
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
নীল নির্জনে সমুদ্রের ঘনায়মান জলরাশি,
তরঙ্গের উচ্চচাপে জলজ প্রাণ নাশি।
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ যত ধ্বংসের আশঙ্কায়,
ক্রমাগত সংগ্রাম করে বাঁচার আশায়।
সাগরের নোনা জলে কতক প্রাণীর বিচরণ,
উত্তাল ঢেউয়ের সনে মিলায় তাদের আচরণ।
মুহূর্তে বদলায় চলনের অসম্ভাব্য মাত্রা,
তরঙ্গের সঙ্গে পরিবর্তীত জীবনের যাত্রা।
গভীর সমুদ্রকে আশ্রয় করেই ক্ষুদ্র প্রাণের কত অভিলাষ,
অতুল জলের মাঝেই তাদের বসবাস,
আমরণ এই নীল জলে কেটে যায় জীবন,
যতদিন হয়না তাদের পারদপক্ষে মরণ।
জলে স্থলে অন্তরীক্ষে বাঁচার প্রেরণায়,
ক্ষুদ্র হতে ক্ষুদ্র প্রাণ স্বাচ্ছন্দ্যের কামনায়।
প্রতিনিয়ত লড়াই চালায় এই পার্থিব জগতে,
মনের বাসনা পূরণের তরে সংগ্রাম চালায় জীবন পথে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি–
আমি পুষ্পিকা সমাদ্দার কলকাতার নাকতলা অঞ্চলে বাসস্থান,সামান্য গৃহবধূ কবিতা লিখতে ও পড়তে ভীষণ ভালো লাগে তাই কাজের অবসরে কলম ধরি মনের ভাবনা গুলি ছন্দের দ্বারা লিপিবদ্ধ করার চেষ্টা করি,সমাজসেবা মূলক কাজ করতে ভীষণ পছন্দ করি আমার একটা ছোট সংস্থা আছে সেখানে একত্রে অনেকে কাজ করি।