খুব বিশ্বাস করতে ইচ্ছে হয়
-সুচন্দ্রা বসাক মন্ডল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
জানো তো খুব বিশ্বাস করতে ইচ্ছে হয়।
বিশ্বাসটা এখনো করি আমি।
তবুও মিথ্যা গুলো যখন আমার চোখের সামনে অনাবিল হয়ে ধরা দেয়…!
আমার মস্তিষ্ক ও মনের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়।
প্রতিবার,হ্যাঁ প্রতিবারের মতোই মন জিতে যায়।
আমার যে তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে হয়…!
আমার কল্পনার জগৎ নিয়ে যখন পাহাড়ের নিঃস্তব্ধতায় গেলাম।
সেখানে ও তো তোমাকে সঙ্গে নিয়ে ছিলাম।
আমার হয়তোবা হারিয়ে যাবার ছিলো অনেক ভয়।
তাইতো বারবার তোমার হাতটা ধরতে ইচ্ছে হয়।
হিমালয় যখন উষা লগ্নে ঘুমিয়ে আছে।
আমি তখন দূর দেশে তোমার কাছে ।
আমি যখন পাহাড়ের বুকে হেঁটে,কয়শত সিঁড়ি চড়ে, পরম বিশ্বাসে কামরু দেবালয়ে চলেছি।
এতোটা পথে বিধাতার নামে তোমাকে সঙ্গে উঠেছি ।
কারণ আমি যে তোমাকে বিশ্বাস করেছি।
তুমি ছিলে আমার ভোরের উষায়,
তুমি ছিলে আমার পাহাড়ি ক্লান্তি নিশায়।
প্রতিটি স্বর্গীয় মুহুর্তে অনুভব করেছি আর বলেছি।
তুমি থাকলে এটা বলতাম,ওটা বলতাম।
হয়তো ইচ্ছা করেই পাইন বনে হারাতাম।
তুমি আমাকে খুঁজে আনবে মনে করতাম।
আমি সব মুহুর্ত গুলোকে মুঠোফোনে তোমার জন্য বন্দি করতে থাকি জানো…!
যদি দেখা হয় আমার অনুভূতি গুলো জানাবো কখনো।
তবে মরিচিকার পেছনে ছুটতে ছুটতে আজ আমি বড় ক্লান্ত…!
আমার দুটো চোখ বুজে আসছে প্রমাণিত মিথ্যাচার থেকে….
এখন আমি হতে চাই চিরো ঘুমন্ত।
তাও যে বিশ্বাস করতে ইচ্ছে করে তোমাকে।
আমি জীবনবোধে অন্ধ,ভালোবাসায় র্নিবোধ ,হয়েছি বারবার।
তবুও তবুও কখনো মনে আনিনি কথা তোমাকে হারাবার।
বিশ্বাসটা আমি তোমাকে তবুও করবো।
এই একটা জায়গায় সব মিথ্যা গুলো যদি সত্যি হতো…
আমার বিশ্বাসী অবুঝ মনটাকে একটু বিশ্বাসের জায়গা দিতো।
আমি সব জেনে বুঝে তোমাকেই বিশ্বাস করবো দেব প্রশয়।
মৃত্যু দূত আমায় ডাক দিয়েছে বোধহয়…
নাহলে এমন মরিচীকার পেছনে কি ছুটতে হয়…!
তবুও বিশ্বাস ভাঙার যন্ত্রণা পেতে চাইনা আমি আর।
জীবন থেকে যে আমি প্রতারিত বারবার।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি সুচন্দ্রা বসাক মন্ডল।বাস করি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, কোলকাতার সল্টলেকে। আমি গৃহবধূ।স্বামী ও একটি পুত্র সন্তান আছে। আমার পছন্দ ফটোগ্ৰাফি ও সাহিত্য। এছাড়া ও বিভিন্ন শিল্পকর্ম ও গিটার বাজাই।আমার পছন্দের একটি গ্ৰুপ কবিতার পাতা।আমার শিক্ষাগত যোগ্যতা ( দর্শন শাস্ত্র নিয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স)।