শুভেচ্ছার ডালি
-শিবানী সাহা
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
শুভেচ্ছার ডালি সাজিয়ে নিয়ে
এলাম তোমার ঘরে,
জন্মদিনটা আবার এলো ফিরে
পাঁচটি বছর পরে।
খুশির জোয়ার বইছে আজ
কবিতার পাতার সুসজ্জিত ঘরে।
হেসে খেলে নেচে গেয়ে
জন্মদিনটা পালন করব
আমরা সবাই মিলে।
সারা বছর পেয়েছি অনেক
মোদের কত সম্মান দিলে,
প্রতি প্রাতে কলম ধরি
কিছু লিখব বলে।
তুমি আছো তাইতো মোদের
খাতার পরে কলম চলে,
নিত্য নতুন কত লেখা
তোমার আঙিনা জুড়ে।
ভালোলাগা সুরগুলি সব
ঢেউ খেলে যায় মনের ঘরে।
এমনিভাবে বছর বছর
এসো তুমি ফিরে।
রঙিন হবে মনের ক্যানভাস
শুধুই তোমায় ঘিরে।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি:-
শিবানী সাহা। জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। বর্তমান বাস হুগলি জেলার কোন্নগরে। কবিতা লিখতে পড়তে ভালোবাসি, তাই প্রতিনিয়ত কিছু লেখার চেষ্টা করি। সেই কবিতা পড়ে পাঠকদের ভালো লাগলে তবেই লেখার সার্থকতা।