আশ্রয়হীন

-জয়সেন চাকমা

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

অগ্নির আলো আর বিষাক্ত কালো ধোঁয়া

বুকের বৃত্ততে জ্বলে পুড়ে আঁধার করে দুয়নে

কষ্টের প্রতিধ্বনি যন্ত্রণার ছোঁয়া।

বজ্রের তড়িৎ চুম্বকে দেয় হানা

দিশেহারা আমি আশ্রয়হীনে

ঘুমহীনে রন্জিত চোখের যাতনা।

বল শক্তি সবই হীন

ব্যথা নিয়ে পথে পথে নিত্য চলা

কান্নার স্রোতে তরঙ্গে ভেসে যায় রাত দিন।

অরণ্য গহীন চারিপাশে নিশ্চুপ

বুকেতে বেদনা পরমাণু ফাটার বিষ্ফোরণ

সীমাহীন অশ্রুর ফোটায় দেহ।

রক্তের ঠিকানা শুকিয়ে যাওয়া

অন্তরে লাগে তলোয়ারের ঘর্ষণ,

প্রভু, আমার দেহ কেন আজ হাওয়া।

পাবো কোথায় আশ্রয়

হোক প্রভু তোমার সৃষ্টি দুনিয়া

তবুও তো সবার নয়।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কবি পরিচিতি:

জয়সেন চাকমা, পিতা:সুচি রনজন চাকমা, মাতা: ফুলবালা ত্রিপুরা, জন্মতারিখ: ০৪ মে ২০০৬খ্রী। জন্মস্থান: খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা উপজেলা, ব্যাঙমারা পাড়া গ্রাম। জাতীয়তা:বাংলাদেশী। শিক্ষা:মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত (২০২২)।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*