হৃদয় দেবো নতুন করে

-গীতাঞ্জলি ব্যানার্জী

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

নতুন আশা, ভালোবাসা হৃদয় জুড়ে —

ফিরে আসবে যবে

নতুন করে, উজাড় করে

প্রাণখানি মোর তোমায় দেবো

হৃদয় ভরে।

বছর আগের প্রথম দেখায় তোমায় হয়নি চেনা,

শুধু সাতটি রাতের পরশ দিয়ে

তোমায় আপন করে হয়নি কেনা।

প্রেমের প্রদীপ জ্বালিয়ে বুকে দূর বিদেশে

রইলে সরে,

স্বামী, বর্ষ পুরে প্রেমের আগুন

ধিকধিকিয়ে দগ্ধে মারে।

পদ্ম-কুঁড়ি দলগুলি তার যেমন মেলে

একটি পরে একটি করে,

প্রস্ফুটিত মোর অধর-কুঁড়ি তোমায় যে চায়

তেমনি করে।

যবে, সরষে ক্ষেতের হলুদ ঝলক

ঝলসে ওঠে সুন্দরতায়,

তবে, মেঘ-পিয়ন তার শুভ্র খামে

তোমার আসার বার্তা পাঠায়।

গ্রামের শেষে চাষের জমি

যে সীমানায় থমকে দাঁড়ায়,

সেথায়, প্রাচীন বটের হাজার ঝুরি

অবুঝ আমায় দোদুল দোলায়।

শালুক ফুলে ফড়িং বসে,

হিমেল হাওয়ায় মাতন জাগে নবীন ঘাসে।

তখন মাতাল-মধুপ চরণ ছোঁয়ায়

ফুলে ফুলে,

আর জলপিপিদের পাগলা নাচন

স্থির জলেতে তুফান তোলে।

আকাশ ভরা নীল নীলিমা,

আর শ্যামল মাঠের সবুজ ঝলক,

থির দিঠিতে রইবে চেয়ে —

পড়বে না তায় একটি পলক।

মহা সমারোহে তুমি আসবে রাজা

হৃদয়পুরের পথটি বেয়ে,

তোমার ধূলায় মলিন পায়ের তলায়

সোহাগ-আঁচল দিই বিছিয়ে।

আজ,

ওইখানেতে দিগবলয়ে তোমার উদয় বছর পরে,

লজ্জা-রাঙা বধুর বেশে

তোমায় হৃদয় দেবো নতুন করে।।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি —

ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ। নৃত্য, অঙ্কন এবং বিদ্যালয়ের বারো ক্লাস অবধি জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা। ভারতের বহুল প্রচারিত, জনপ্রিয় ই-পত্রিকা ‘প্রতিলিপির’ একজন সফল লেখিকা। এরইমধ্যে প্রতিলিপি আয়োজিত চারটি বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছি। ‘কবিতার পাতা’ পত্রিকার সৌজন্যে বাংলাদেশের সকল পাঠক/পাঠিকা বন্ধুদের মনের কাছের মানুষ হয়ে ওঠার আন্তরিক ইচ্ছা প্রকাশ করছি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*