জীবন এরকম

-অনিতা মুদি

≅≅≅≅≅≅≅≅≅≅

একটি নদী সমুদ্রের কাছে এসে বলল,

এক মুঠো জল দিবি ??

সমুদ্র বলল, পাগল কক্ষনো না ।

একচিলতে অন্ধকার,এক কালি,

চাঁদের কাছে গিয়ে বলল

একমুঠো জ্যোৎস্না দিবি ??

না বাবা, একটুও নয়

বরং কলঙ্ক নিয়ে যা ।

একটি কিশোর বাতাসকে গিয়ে বলল

একমুঠো ঝড় দিবি ??

বাতাস নিজেই ঝড় হয়ে

কোথায় যেন হারিয়ে গেল

সদর দরজায় দাঁড়িয়ে ক্লান্ত মা

গর্ভস্থ সন্তানকে আষ্ঠে পিষ্টে জড়িয়ে বলল

একমুঠো ভাত দিবি ??

প্রত্যাশা, খুব কম ।

প্রাপ্তি, আরো কম !

জীবন এরকম ।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

আমি অনিতা মুদি । পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অন্তগর্ত আদ্রার কালিকেন্দ নামক গ্রামে । কিন্তু আমরা বর্তমানে পুরুলিয়া জেলার অন্তগর্ত সাঁওতালডিহি নামক জায়গায়তে বসবাস করছি । আমার কবিতা লিখতে ও পড়তে খুবই ভালো লাগে ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*