চৌরঙ্গী

-শান্তি দাস

∠∠∠∠∠∠∠∠∠∠∠∠∠∠

রাত গভীরে চৌমাথা মোর রাস্তাঘাট নীরব নিস্তব্ধতায়,

চারিদিকে শুনশান গভীর রাতের আবছায় সভ্যতার ক্যানভাস।

অন্ধকারে স্ট্রিট লাইটের মিটমিটে আলোয় অচেনা রাস্তা,

রাতের বেলা চৌরঙ্গীর মোরে কত কিছুই চাপা থাকে এই শহরে।

রাত গভীরে রোমান্টিক পরিবেশ শুধু বিষন্নতা একাকীত্ব নেই প্রতিবাদ,

তারা মিটমিট আকাশ যেন নিঃশব্দতা মায়াবী ছবি।

দূর দূর আরো পথচলা কতই না গোপনতা বিরাজমান,

এক দুটো গাড়ি চলছে সবদিকে নীরবতায় বিভোর।

পথের চারধারে সারি সারি গাছ আলো ছায়ায় দাঁড়িয়ে,

আঁধার আলো মিশে বিজলী আলোকে রাত বানায়।

নিঝুম রাত জনশূন্য শুধু বলি শেষ না হোক এ রাতি,

ভালোবাসা থাকুক জেগে দুজনার প্রেম সত্যিই খাঁটি।

চৌরঙ্গীর মোর কতশত ভাবনা আসে শব্দ যোগে,

দিনের শেষে তে আঁধার নিয়ে কালো রঙ তুলি।

কত ছবি আঁকি মনে ঝিঁঝিঁর ডাকে এই প্রকৃতির মাঝে,

নিশাচরেরা কত নকশা কাটে শাখা প্রশাখাতে,

শুধু এই রাতের চিত্রখানা দেখা দূর থেকে বহু দূরে।

∠∠∠∠∠∠∠∠∠∠∠∠∠∠

কবি পরিচিতি-

শান্তি দাস, স্বামী-মনোরঞ্জন দাস, গ্রাম-খোয়াই, জাম্বুরা, আগরতলা, ত্রিপুরা, পেশা_বিষয় শিক্ষিকা (শিক্ষা বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতা-এম এ (শিক্ষা বিজ্ঞান) কল্যাণী বিশ্ববিদ্যালয়।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*