স্বাধীনতা তুমি কার
-শিবানী সাহা
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
মনের মাঝে প্রশ্ন জাগে
স্বাধীনতা তুমি কার,
পথের ধারে অসহায় শিশুর
নাকি অট্টালিকায় বাস যার।
দেশের জন্য জীবন দিয়ে
রক্তে ভিজেছে সবুজ ভূমি,
দেশের জন্য জীবন দিয়েছিলো যারা
মোরা তাদের চরণ চুমি।
আজও পরাধীন কত নর নারী
তাদের জন্য নও তো তুমি,
স্বাধীনতা আজও পায়নি সবাই
স্বাধীন হয়েছে দেশ ভূমি।
স্বাধীনতার মানে জানেনা ওরা
যারা বই ফেলে কাজে যায়,
শিশু শ্রমিকের পরিচয় ওদের
ক্ষুধার্ত পেটে করে হায় হায়।
রেস্তোরাঁতে এঁটো বাসন মাজে
মাথায় ইঁটের বোঝা বয়,
স্বাধীনতা তাহলে কাদের জন্য
ওরা কি দেশের নাগরিক নয়?
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি:-
শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলা কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে। আমি একজন সাধারণ গৃহবধূ।