এই ধরনীতে
-মোঃ হাসানুজ্জামান
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বারে বারে ফিরে আসতে চাই আমি
সুন্দর শ্যামলীমায় ঘেরা এ ভূবনে।
অন্ন জোটেনা অনাহারে কাটায় দিন
ক্ষুধার জ্বালায় পেট করে চিন চিন।
অবঙ্গা অবহেলায় বেঁচে আছি ধরায়
তবুও শুকরিয়া জানায় খোদাতালা তোমায়।
আজকে আমি ফকির ক্ষুধার জ্বালা পেটে
কালকে হয়তো থাকবো না বিলীন হবো
সাজানো গোছানো এই ধরনী থেকে।
আবার আসবো ফিরে মুঠি শক্ত করে
সেদিন থাকবো আমি সুঠাম দেহে
রাজা ধীরাজ কিংবা শাসকের বেশে।
আজকে যারা অন্যায় ভাবে করছে জুলুম
খোদার দেওয়া এই দুনিয়ার মাঝে।
কালকে তারা পড়বে বিপাকে নিশ্চয়ই
নিজের ভুলের ক্ষমা চাইতে কাঠগড়াতে।
সেদিন আমি করবো বিচার কঠোর ভাবে
খোদা তোমার দেওয়া নিয়ম বিধান মেনে।
হাজার মিনতি করেও নিস্তার পাবে না
জোর জুলুম করে ক্ষমতাই আছে যারা।
ভেবে দেখ একবার মনের গোপন কুঠিরে
আসতে হবে বার বার সুন্দর এ ভূবনে।
স্নেহ মায়া মমতা ভালোবাসার ফোয়ারা
সব কিছু দিয়ে সুন্দর করে সাজাও
মনরোম পরিবেশের শান্তিময় পৃথিবীকে,
যেন আবার ফিরে আসি এই ধরনীতে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
নামঃ মোঃ হাসানুজ্জামান, গ্রামঃ রাধাকান্তপুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর, বিভাগঃ রাজশাহী