শ্রাবন দিনে

-সত্যজ্যোতি রুদ্র

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

দক্ষিণ বায়ে বৃষ্টি মেঘে এদিকওদিক ধায়,

নূপুর ধ্বনি শোনায় এসে শ্রাবণ দিনের গায়।

আকাশ তলে মেঘবালিকার লুকোচুরি ছল,

মাঠের বুকে জলতরঙ্গ ঢালছে রূপের ঢল।

পশ্চিমা বায় ঢেউ খেলে যায় সবুজ মাঠের পর,

সাদা-কালো রং মেখে যায় মরাল নদীর চর।

বকের সারি ধ্যানে মগ্ন গুনছে বৃষ্টির তাল,

দেয়ার ডাকে ময়ূর ছড়ায় রঙিন পেখম জাল।

ঝম্ ঝমা ঝম্ বৃষ্টির তালে নাচছে ধরাতল,

মাঠের গায়ে সবুজ মেখে হাসছে শতদল।

হঠাৎ বায়ে মেঘের গায়ে তড়িৎ আলোক বান,

বুকের মাঝে ঢেউ খেলে যায় গুরুগম্ভীর তান।

বিলে-ঝিলে থরে থরে কুমুদ-শাপলা দল,

দীঘির বুকে হংসমিথুন খেলছে অবিকল।

পানকৌড়িরা ডুব দেয় জলে ডানায় করে ভর,

গাঙচিলেরা দিচ্ছে উড়াল ভাসান নদীর চর।

টাপুরটুপুর বৃষ্টির তালে চাতক করে ঢং,

পিউকাঁহা পাপিয়ার বোল ছড়ায় পালক রং।

শ্রাবণ দিনের এমন শোভা পাবি কোথায় বল্।

ভিজবি যদি শ্রাবণ ধারায় আমায় নিয়ে চল্।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি–

কবি সত্যজ্যোতি রুদ্র (সহকারী শিক্ষক), গীতিকার ও সুরকার – বাংলাদেশ বেতার ও টেলিভিশন,চট্টগ্রাম। কাব্যগ্রন্থ — রুদ্র অনিমেষ।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*