জীবনের আশীর্বাদ
-অভিজিৎ হালদার
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
জীবনের আশীর্বাদ নামটা লিখতে পারিনি
ধরতে পারিনি মনের কাছে
এ বরং একটা ব্যর্থ কাহিনী
সারাজীবন ধরে চলতে থাকে।
জীবনের আশীর্বাদ কতটুকু পেয়েছি
ছড়িয়েছি হৃদয়ে স্নিগ্ধতা ভেদে কতটা !
তাঁর হদিশ মেলেনি
জমেনি পুষ্পরেণু সফলতা
মানুষ এখন শুধু ঝলসানো বেদনা।
মানুষে নক্ষত্রে যে তফাৎ
অভিমান করে শিরদাঁড়া ক্ষয়ে গেছে
পূর্ণিমার চাঁদ যেন অভাবের তাড়না।
জীবনে আশীর্বাদ পেতে গিয়ে
সয়েছি ঘোর যাতনা
মেলেনি তবুও রক্ত-রেণু সফলতা
হারিয়েছি সকল প্রেরণা।।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
লেখক পরিচিতি:-
নাম – অভিজিৎ হালদার, গ্রাম- মোবারকপুর, জেলা – নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। লেখকের প্রথম কবিতার বই এর নাম “প্রথম আলো”। বিভিন্ন পএ পত্রিকার লেখালেখি করা ও এর সাথে পড়াশোনা করা।